নিখোঁজের ৪ দিনপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেল আলমডাঙ্গার হাঁপানিয়ার এনামুল হক লুডুর মরদেহ
নিখোঁজের ৪ দিনপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেল আলমডাঙ্গার হাঁপানিয়ার এনামুল হক লুডুর মরদেহ
পরিবারের প্রিয় মুখটি হাসিমুখে বাড়ি ফিরবেন, এমনটাই আশা ছিল সবার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে চার দিনের উৎকণ্ঠা শেষ হলো মর্গের হিমশীতল ঘরে। নিখোঁজের চারদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলল তাঁর নিথর দেহ। রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী হাঁপানিয়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব এনামুল হক লুডু (৬৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য একাই রাজশাহী যান এনামুল হক লুডু। ১৮ জানুয়ারি সকালে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ওইদিন সকাল থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও সন্ধান না মেলায় স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। গত ১৯ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর জামাতা মাহফুজুর রহমান।
২০ জানুয়ারি সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম পরিবারকে জানান, মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ রয়েছে। হাসপাতালে গিয়ে স্বজনরা এনামুল হকের মরদেহ শনাক্ত করেন। হাসপাতালের তথ্যমতে, ১৮ জানুয়ারি সকাল ১০টায় অটো থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) কম্পিউটারে না মেলায় তাঁর পরিচয় পাওয়া যাচ্ছিল না, ফলে মরদেহটি 'বেওয়ারিশ' হিসেবে হিমাগারে রাখা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় যখন এনামুল হকের মরদেহবাহী গাড়িটি হাঁপানিয়া গ্রামে পৌঁছায়, তখন পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত মানুষ ভিড় করেন তাঁদের প্রিয় 'লুডু ভাই'কে শেষবার দেখতে। দুপুরে জোহরের নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের আহাজারি নিহতের জামাতা মাহফুজুর রহমান বলেন, "আমরা ভাবতেও পারিনি সুস্থ মানুষটা এভাবে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবেন। একটি দুর্ঘটনা আমাদের সাজানো পরিবারটিকে তছনছ করে দিল।" একজন সচেতন ও সদালাপী মানুষের এমন অকাল ও নিঃসঙ্গ বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকাতুর স্বজনদের কান্নায় গতকাল ভারী হয়ে উঠেছিল হাঁপানিয়া গ্রামের আকাশ-বাতাস।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৫ ঘন্টা আগে