শীতবস্ত্র বিতরণ মানবতার যুব সমাজের উদ্যোগে হাটকালুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এলাকায় মানবতার যুব সমাজ, হাটকালুগঞ্জ, চুয়াডাঙ্গা সংগঠনের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ২১ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মানবতার যুব সমাজ, হাটকালুগঞ্জ সংগঠনের সভাপতি রাফসান জানি, সহ-সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক ফাহমিদ ফারুক, সদস্য সাগর আলী, সহযোগী আতিয়ার এবং উপদেষ্টা নাসির উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শীতের তীব্রতায় অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে