কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপমূলক বক্তব্যের অভিযোগে কুষ্টিয়া আদালতে মানহানির মামলা হয়েছে। আজ রোববার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
মামলার আসামি মুফতি আমির হামজা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, মুফতি আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিদ্রূপমূলক মন্তব্য করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। এসব বক্তব্য খালেদা জিয়ার পরিবার, শুভানুধ্যায়ী এবং জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের জন্য মানহানিকর ও মানসিক কষ্টের কারণ হয়েছে। দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, ‘এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন সাবেক প্রধানমন্ত্রী ও মরহুম ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে পারস্পরিক সম্মান বজায় রাখতেই আমি আইনের আশ্রয় নিয়েছি।’
বাদীর আইনজীবী আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশের জন্য ফেব্রুয়ারির প্রথম দিন ধার্য করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দাবি করেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, তিনি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন। তাঁর অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ চালিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর তিন শিশুসন্তানের খেয়াল রাখার জন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৩ ঘন্টা আগে
ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা
৩ ঘন্টা আগে