জুগিরহুদায় নারী কর্মীদের ‘হেনস্তা’ অভিযোগে বিএনপি–জামায়াতের সংঘর্ষ আহত ১৩ : উভয় পক্ষের সংবাদ সম্মেলন
জাতীয় নির্বাচন জুগিরহুদায় নারী কর্মীদের ‘হেনস্তা’ অভিযোগে বিএনপি–জামায়াতের সংঘর্ষ আহত ১৩ : উভয় পক্ষের সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার যুগীরহুদা গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রোববার বিকেলে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। উভয় পক্ষ একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছিলেন। এ সময় কয়েকজন বিএনপির নারী কর্মী তাদের বাধা দেন এবং হেনস্তা করেন—এ অভিযোগ ওঠে জামায়াতের পক্ষ থেকে। পরে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন তারা।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জমায়েতের পর জামায়াতের আরও নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় বাকবিতণ্ডা, পরে হাতাহাতিতে রূপ নেয়। জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং মারধর করা হয়।
অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা বলছেন, জামায়াতের নারী কর্মীরা সাধারণ ভোটারদের বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। এমনকি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে চাইলে উত্তেজনা বাড়ে এবং জামায়াতের পুরুষ কর্মীরা ডেকে নিয়ে হামলা চালায়। পরে বহিরাগতরা এসে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে দফায় দফায় হামলা চালায়—এ অভিযোগও বিএনপি নেতারা করেন।
আহতদের মধ্যে এক নারী মুক্তি খাতুন (৩৫) বলেন, “আমরা রাইস মিলের কাছে দাঁড়িয়েছিলাম। ওই সময় জামায়াতের লোকজন আসতে থাকে। পরে একটি কালো রঙের মাইক্রোবাস এসে ব্রিজের ওপর দাঁড়ায়। এরপরই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আমি আহত হই।”
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, “খবর পেয়ে আমরা পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।
ঘটনার পর আহতদের মধ্যে ৮ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও ধানের শীষের প্রার্থী শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, “আমাদের নিরীহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে দাবি, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করা হোক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার জানান, রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে জরুরি বিভাগে ৮ জন আহত রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। সবাই গুরুতর আহত নন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তারা বর্তমানে ভর্তি রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন—
মানিক মিয়া (৩৬), মুক্তি খাতুন (৩৫), শেফালী খাতুন (২৮), রিক্তা (২৬), রাজিব (১৯), হায়দার আলী (৬২), মিজানুর রহমান (৫৫), আশাবুল হক (৫২) ও লেমনী খাতুন (২০)।
এ ছাড়া আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন—ওল্টু, মাসুদ, বাদশা, আরিফুল ও ইমরান। তাদের মধ্যে ওল্টুকে গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে আমাদের নারী কর্মীরা ভোট প্রার্থনার সময় স্থানীয় বিএনপি কর্মীরা তাদের আটকে রাখে ও হেনস্তা করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এরপর বিএনপি কর্মীরা মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালায়। আমাদের কর্মী ওল্টুকে শাবল দিয়ে আঘাত করা হয়।
রাতেই জামায়াত ও বিএনপির পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক নুর মোহাম্মদ হোসাইন টিপু লিখিত বক্তব্যে উল্লেখ করেন,
খাদিমপুর ইউনিয়নের যুগিরহুদা গ্রামে আনুমানিক বেলা পোনে চারটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা দাড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণার সময় স্থানীয় বিএনপি দলীয় পুরুষ কর্মীরা ছোট কুরআন শরীফ থাকার মিথ্যা অভিযোগ তুলে হামলা চালায় এবং তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ঘটনা জানার পরে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল নারী কর্মীদের উদ্ধারের জন্য দ্রুত যুগিরহুদা গ্রামে পৌছায় এসময় যুবলীগ সন্ত্রাসী বর্তমানে বিএনপি নেতা মানিকের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। জামায়াত কর্মীদের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর খন্দকার মাসুদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, সুজন নামে একজন জামায়াত কর্মী এবং জামায়াত কর্মী আমানুল্লাহ ওল্টু মারাত্মক জখম হয়।
তিনি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার পথে রয়েছেন। উল্লেখ্য কয়েকদিন আগেও এলাকার চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী বিপ্লব (বর্তমানে বিএনপি নেতা) জামায়াতের নারী কর্মীদের শারীরিক ভাবে লাঞ্চিত করে।
তিনি আরও উল্লেখ করেন, আপনাদের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার এবং প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এ ঘটনায় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানাচ্ছি।
অপর দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, খাঁদিমপুর ইউনিয়নের যুগিরহুদা গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে নারীদের কাছে ব্যক্তিগত মোবাইল নম্বর চান।
এতে স্থানীয় নারীরা প্রতিবাদ জানালে জামায়াতের নারী কর্মীরা মোবাইল ফোনে তাদের অন্যান্য কর্মীদের ঘটনাস্থলে ডেকে নেন।
পরবর্তীতে জামায়াতের প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী যুগিরহুদা গ্রামে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখতে পাই, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়।
কুমারী, জেহালা, গাংনীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের লোকজন এসে বিএনপির কর্মীদের ওপর হামলা ও মারধর করে।
এ ঘটনায় নারী-পুরুষসহ বিএনপির ৯ জন কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আনোয়ার হোসেন আরও বলেন, জামায়াতের কর্মীরা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে। আমরা ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উভয় পক্ষের অভিযোগের মাঝেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজনা কাটেনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৩ ঘন্টা আগে
ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা
৩ ঘন্টা আগে