ড্রেনের মাঝখানে বৈদুতিক খুঁটি
ড্রেনের মাঝখানে ৫ বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই, আলমডাঙ্গায় ক্ষোভ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে নেওয়া একটি প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে। শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ৭১ মোড় পর্যন্ত এলাকায় ড্রেনের ঠিক মাঝখানে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ শেষ করেছে পৌর কর্তৃপক্ষ। অপরিকল্পিত এই নির্মাণকাজে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, নবনির্মিত ড্রেনের মাঝখানে বড় বড় বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে। স্থানীয়দের আশঙ্কা, ড্রেনের মাঝখানে খুঁটি থাকায় সেখানে পলিথিন, বোতলসহ কঠিন বর্জ্য আটকে যাবে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ৭১ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ ছাড়া বর্ষায় ড্রেন উপচে পানি রাস্তায় চলে আসলে রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে। কোনো কারণে বিদ্যুতের তার ছিঁড়ে বা ইনসুলেশন নষ্ট হয়ে ড্রেনের পানির সংস্পর্শে আসলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। ড্রেনের ভেতর খুঁটি থাকায় এর ধারণক্ষমতা যেমন কমেছে, তেমনি খুঁটির চাপে দেয়ালে ফাটল ধরার সম্ভাবনাও তৈরি হয়েছে। ভবিষ্যতে খুঁটিগুলো সরাতে হলে নতুন ড্রেন আবার ভাঙতে হবে, যা সরকারি অর্থের অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আহসান কবির বকুল বলেন, ‘এই সমস্যার সমাধানে পৌরসভা ও বিদ্যুৎ বিভাগকে দ্রুত যৌথ জরিপ করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে জনস্বার্থে অবিলম্বে খুঁটিগুলো সরিয়ে রাস্তার অন্য পাশে স্থানান্তর করা প্রয়োজন।’
এদিকে সাহিত্যিক পিন্টু রহমান এই কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘খুঁটি না সরিয়ে কেন ড্রেন ঢালাই করা হলো, এই গাফিলতির জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী বা ঠিকাদারকে জবাবদিহির আওতায় আনতে হবে।’
খুঁটি সরানোর পর ক্ষতিগ্রস্ত ড্রেন পুনরায় মানসম্মতভাবে সংস্কারের দাবি জানিয়েছেন পথচারীরা। বড় কোনো প্রাণহানি বা আর্থিক ক্ষতির আগেই পৌর কর্তৃপক্ষ এই ‘অদ্ভুত’ ড্রেন সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১২ ঘন্টা আগে