জাতীয় নির্বাচন চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনে মোট ৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে এসব প্রতীক বিতরণ করেন।
প্রতীকবরাদ্দঅনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রার্থীদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন-
চুয়াডাঙ্গা–১ আসনে তিনজনপ্রার্থীর মধ্যে—
- বিএনপির মনোনীত প্রার্থীওজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে ধানেরশীষ প্রতীক,
- জামায়াতেইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে দাঁড়িপাল্লাপ্রতীক এবং
- ইসলামী আন্দোলনেরপ্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলামকে হাতপাখাপ্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকেচুয়াডাঙ্গা–২ আসনে তিনজনপ্রার্থীর মাঝেপ্রতীকবরাদ্দদেওয়াহয়।
এআসনে—
- বিএনপির প্রার্থীওজেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানেরশীষ,
- জামায়াতেইসলামীর প্রার্থী ওজেলা জামায়াতের আমির রুহুল আমিনকে দাঁড়িপাল্লা,
- ইসলামী আন্দোলনেরজেলা সভাপতি হাসানুজ্জামান সজিবকে হাতপাখাপ্রতীক দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচার-প্রচারণা চালাতে হবে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৫ ঘন্টা আগে