বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার অর্ধবার্ষিকী সভা ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে অর্ধবার্ষিকী সভা, আনন্দভ্রমণ ও প্রতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা থেকে ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পার্কে অর্ধবার্ষিকী সভা শেষে দিনব্যাপী আনন্দভ্রমণ ও প্রতিভোজের আয়োজন করা হয়।
অর্ধবার্ষিকী সভায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন লাল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে স্বপরিবারে উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন এবং বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় সদস্য আল আলামিন হোসাইন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক রিংকু বিশ্বাস, ধর্ম সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কর্মসংস্থান সম্পাদক মিনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অরুপ কুমার দে এবং কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসানসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আনন্দভ্রমণ ও প্রতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে