আমীরে জামায়াতে ইসলামী বাংলাদেশ ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে আলমডাঙ্গায় স্বাগত মিছিল
জাতীয় নির্বাচন আমীরে জামায়াতে ইসলামী বাংলাদেশ ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে আলমডাঙ্গায় স্বাগত মিছিল
আমীরে জামায়াতে ইসলামী বাংলাদেশ ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে আলমডাঙ্গায় এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত স্বাগত মিছিলটি আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে হাইরোড, চারতলার মোড় ও সোনাপট্টি হয়ে পশুহাট থেকে রেল ষ্টেশন প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। স্বাগত মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আমীরে জামায়াতের আগমনকে স্বাগত জানান।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের মাওলা জুলফিকার আলীসহ মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর নেতাকর্মিরা বেগবান হবে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৫ ঘন্টা আগে