শীতবস্ত্র বিতরণ আলমডাঙ্গায় উষ্ণতা নিয়ে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন
শীতের কুয়াশা ঢাকা এক সুনসান দুপুরে, ভালোবাসার উষ্ণতায় ভরে উঠলো আলমডাঙ্গার আমেনা নবী প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। কাঁপুনি ধরা শীতের দিনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গা রেলব্রিজ এলাকায় অবস্থিত আমেনা নবী প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অর্ধশতাধিক প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, শীত শুধু প্রকৃতির বিষয় নয় এটা সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের, যারা নিজের কথা ঠিকভাবে বলতে পারে না। প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুরা আমাদের সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ। তাদের শরীরের শক্তি কম, রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে দুর্বল। তাই শীত তাদের জন্য ভয় হয়ে আসে। তিনি আরও বলেন, এই শিশুরা করুণার পাত্র নয়, তারা আমাদেরই সন্তান। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপদ রাখা, সমাজের দায়িত্ব হলো ভালোবাসা দেওয়া, আর ব্যক্তির দায়িত্ব হলো অবহেলা না করা। একজন শিশুও যদি শীতে কষ্ট পায়, সেটি আমাদের সবার ব্যর্থতা।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তারা যেন অসুস্থ হয়ে না পড়ে, হাসিমুখ হারিয়ে না ফেলে সেই চিন্তা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসেন আলী, সহকারী শিক্ষক সেলিম হোসেন, মতিয়ার রহমান, এনামুল হক, শফিকুল ইসলাম, রুমানা খাতুন, সাবিনা আক্তার, হয়রত আলী, মৌসুমী আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের চোখে ফুটে ওঠে আনন্দ। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, “এই শিশুরা যখন প্রশাসনের কাছ থেকে ভালোবাসা পায়, তখন আমাদের মনটা ভরে যায়। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। শীতের পেলব বাতাসের ভেতর এই ছোট্ট উদ্যোগ যেন বলে দেয় মানবিক রাষ্ট্র গড়ে ওঠে ঠিক এমনই আন্তরিক কাজের মধ্য দিয়ে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে