আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নারী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় প্রচারণাকালে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নারী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নারী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৪টার দিকে কয়রাডাঙ্গা ক্লাব মোড়ে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন চিৎলা ইউনিয়ন জামাত ইসলামের আমির ও ইউপি সদস্য হাফিজ নিজামউদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীতি এমপিপ্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, সহকারী পরিচালক কাইমুদ্দিন হিরোক জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস, আলমডার গাংনী আসমান খালি থানার আমির আব্বাস উদ্দিন, কামরুল হাসান সোহেল, জিএ থানার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, জিয়া মাওলানা আব্দুল মালেক জিএ থানার ওলামা সভাপতি মাওলানা আব্দুল মালেক, ইউনিয়ন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, ইমরান যুব বিভাগ সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মওলানা আল আমিন, ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম, লোকমান হাকিম, শাহজাহান আলম বেল্টু, নাসির উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠিত পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি রবিউল ইসলাম।
প্রতিবাদ ও বিক্ষোপ সমাবেশে বক্তারা, স্থানীয় বিএনপিরনেতা কর্মিরা যে আমাদের নারী সমর্থকদের ওপর হামলা, মারধর এবং স্মার্টফোন ছিনিয়ে নিতে যাওয়া এবং ধাক্কাধাক্কি সহ গাল মন্দ করে হিজাব ধরে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান।
শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নারী সমর্থকদের ওপর হামলা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। তিনারা আরো বলেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও করে দেন তিনারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৫ ঘন্টা আগে