আলমডাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া
আলমডাঙ্গায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার বাদ ঈশা বলরামপুর মিতালী সংঘ ক্লাব প্রাঙ্গণে কালিদাসপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হাসান ঝন্টুর আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শুরুর আগেই কালিদাসপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মিসহ সাধারন মানুষ উপস্থিত হন।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি প্রবীন নেতা আমিরুল ইসলাম শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, যারা বিএনপির রাজনীতি করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তাদের সবার একটাই পরিচয়, আমরা ধানের শীষের সৈনিক। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, এই নির্বাচনে প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের কাছে যেতে হবে বিনয়ের সঙ্গে, ভালোবাসা নিয়ে। কোনো প্রকার অহংকার বা বিভেদ নয় ঐক্যই হবে আমাদের একমাত্র শক্তি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের শক্তিই আমাদের আসল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারি, তাহলে কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না। প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। এসময় তিনি বলেন, সবাইকে একসাথে কাজ করতে হবে। আগে প্রত্যেকে নিজের ঘরের ভোট ঠিক করতে হবে। নিজের পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজনের ভোট নিশ্চিত করতে হবে। এরপর প্রতিবেশী, পাড়া, গ্রাম ও ইউনিয়ন এভাবে ধাপে ধাপে প্রতিটি ভোটারকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বলরামপুর মিতালী সংঘ ক্লাবের সভাপতি ইমরান হোসেন ঝন্টু। এসময় তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মা, বোন ও স্ত্রীদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে চুয়াডাঙ্গা ১ আসনের মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফকে জয়যুক্ত করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী রমজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ^াস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, উপজেলা বিএনপির সহঅর্থ সম্পাদক আলা উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক সম্পাদক মহি উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আশাদুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুজ্জামান মিন্টু, কামরুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন মেম্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সম্পাদক রেজাউল হক, সাবেক ইউপি সদস্য মাসুদ আলী, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, টুটুল আলী, বাবলু, আব্দুর রাজ্জাক মেম্বার, আতিয়ার রহমান, শামসুল হক, ইসলাম আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, ছাত্রদল নেতা সনি, সামিউল হাসান সানিসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মি ও সাধারন মানুষ।
স্মরণ সভা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৭ ঘন্টা আগে
ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা
৭ ঘন্টা আগে