আলমডাঙ্গায় জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র্যালি অনুষ্ঠিত
আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র্যালি অনুষ্ঠিত
আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফ্ফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে এক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে পাখিভ্যানযোগে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং ব্যানার প্রদর্শন করে। র্যালিতে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
র্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছানোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং নতুন শিক্ষাবর্ষকে আনন্দঘন পরিবেশে বরণ করে নিতেই এ স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জগন্নাথপুর দারুস সুফ্ফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ নূরানী বিভাগে (আবাসিক ও অনাবাসিক) প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। হিফজ বিভাগে (আবাসিক) শুধুমাত্র ছাত্রদের পড়ানো হয়। এছাড়া কিতাব বিভাগে (আবাসিক) প্রতি বছর রমজান ও শাওয়াল মাসে শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা শামীম রেজা, মুফতি শিহাব উদ্দিন, হাফেজ আরাফাত হোসেন, হাফেজ আশিকুল ইসলাম, হাফেজ আবু সাইদ, মিনারুল ইসলাম, রাশেদুল ইসলামসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে