আলমডাঙ্গা একাডেমির সাফল্যে উজ্জ্বল আলমডাঙ্গা: ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ শিক্ষার্থী
আলমডাঙ্গা একাডেমির সাফল্যে উজ্জ্বল আলমডাঙ্গা: ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ শিক্ষার্থী
২০২৬ সালের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার (লিখিত) ফলাফলে আলমডাঙ্গা উপজেলায় আনন্দের জোয়ার বইছে। এ বছর আলমডাঙ্গা একাডেমি থেকে ৬ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলার শিক্ষাঙ্গনে নতুন আশার আলো ছড়িয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো—আলমডাঙ্গা উপজেলার অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ না হলেও একমাত্র আলমডাঙ্গা একাডেমি থেকেই এই সাফল্য এসেছে।
চলতি বছর আলমডাঙ্গা একাডেমি থেকে মোট ১৮ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কঠিন প্রতিযোগিতা ও কঠোর প্রশ্নপত্রের মধ্যেও ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজেদের মেধার প্রমাণ দিয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন— ফাউজিয়া ফারুক আফিয়া, রাইয়ান রহমান রাগিব, আশিকুজ্জামান, আকিবুর রহমান, মেহের নিগার ইরা ও আফসানা আরেফিন।
তাদের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।
আলমডাঙ্গা একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুল হাই বলেন,
“ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেশের অন্যতম কঠিন পরীক্ষা। আমাদের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। আমরা শুধু পরীক্ষার জন্য নয়, চরিত্র গঠনের দিকেও গুরুত্ব দিই। এই ফলাফল তারই প্রমাণ।”
ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ফাউজিয়া ফারুক আফিয়া'র আম্মা এরশাদপুর একাডেমির শিক্ষক আফরোজা খুশি
আবেগজড়িত কণ্ঠে বলেন,“আমাদের সন্তান ক্যাডেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা শুধু ব্যক্তিগত আনন্দ নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। আলমডাঙ্গা একাডেমির শিক্ষকেরা খুব যত্ন নিয়ে পড়ান। সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি।”
উল্লেখ্য, গত বছর একই প্রতিষ্ঠান থেকে লিখিত পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ভাইভা ও মেডিকেলসহ চূড়ান্ত পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। ধারাবাহিক এই সাফল্য আলমডাঙ্গা একাডেমিকে উপজেলায় একটি নির্ভরযোগ্য ও সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক্যাডেট কলেজে ভর্তি হওয়া মানেই শুধু ভালো একটি স্কুলে পড়ার সুযোগ নয়; এটি একটি সুশৃঙ্খল, নিরাপদ ও আদর্শ জীবন ব্যবস্থার ভেতরে প্রবেশ করা। এখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা, কঠোর নিয়ম-শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, আত্মনির্ভরশীলতা ও নৈতিক মূল্যবোধ শেখার সুযোগ পায়। ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে সেনাবাহিনী, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে থাকে।
এই কারণেই ক্যাডেট কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা তুলনামূলকভাবে অনেকটাই নিরুদ্বিগ্ন থাকেন। কারণ, এখানে সন্তানদের পড়াশোনা, থাকা-খাওয়া, নিরাপত্তা ও মানসিক বিকাশ—সবকিছুই রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সন্তান খারাপ পথে যাবে—এই ভয় প্রায় থাকে না বললেই চলে।
আলমডাঙ্গা একাডেমির এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি পুরো আলমডাঙ্গা উপজেলার জন্য গর্বের বিষয়। আগামী দিনে এই সাফল্যের ধারা আরও বিস্তৃত হবে—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে