২০ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুঃ আলমডাঙ্গা কলেজপাড়ায় শোকের ছায়া
সহমরণ না হলেও মাত্র ২০ ঘন্টার ব্যবধানে আলমডাঙ্গা কলেজপাড়ায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকবিহ্বল এলাকাবাসি। গত ১৩ আগস্ট বিকেল ৪টায় আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার আলহাজ্ব মসলেম উদ্দীন মাস্টার আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বসয় হয়েছিল ৭৫ বছর। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসরের পর নিজ বাড়িতেই অবস্থান করতেন। মৃত্যুর পর রাতেই আলমডাঙ্গা দারুস সালাম গোরস্থানে লাশ দাফন করা হয়।
অন্যদিকে, মসলেম উদ্দীন মাস্টারের মৃত্যর মাত্র ২০ ঘন্টার ব্যবধানে গতকাল ১৪ আগস্ট দুপুর ১২টায় মরহুমের স্ত্রী হাজী জরিনা বেগম (৬৫)আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৪ আগস্ট বাদ আছর জানাযা শেষে স্বামীর সন্নিকটে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
প্রায় একই সঙ্গে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুর সীমাহীন শোক আপনজনদের আপ্লুত করেছে। শোকের পর শোক তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাবা-মায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় আমেরিকা প্রবাসি ছেলে কামাল হোসেন শোকস্তব্ধ হয়ে গেছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে