হিফজ প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির সাফল্য
আলমডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুস সুন্নাহ একাডেমির সাফল্য অর্জন। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর, বুধবার দারুস সালাম মাদরাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতায় একাডেমি থেকে ৫ পারা গ্রুপে ৫ জন এবং ১০ পারা গ্রুপে ৩ জনসহ মোট ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৫ পারা গ্রুপে তামিম আহমেদ প্রথম স্থান অর্জন করেন। মুয়াজ বিল্লাহ তৃতীয় স্থান এবং আবু সালেহ তামিম সপ্তম স্থান অধিকার করেন। ১০ পারা গ্রুপে শুয়াইব সানভী প্রথম স্থান এবং জুনাইদ আল হাবিব পঞ্চম স্থান অধিকার করেন।
দারুস সুন্নাহ একাডেমির শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষকগণ তাদের অভিনন্দন জানান এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলমডাঙ্গা উপজেলায় দারুস সুন্নাহ একাডেমির এই সাফল্য গৌরবের নতুন অধ্যায় রচনা করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ দিন আগে