হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে পৌঁছানোর আগেই চিকিৎসাধীন মেয়ের মৃত্যু
মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটায় মারা গেলেন মেয়ে। হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে পৌঁছানোর আগেই হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের মৃত্যু হল। দুই পরিবারে শোকের মাতম।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৯৪) বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। গত প্রায় এক সপ্তা আগে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়। গত বুধরার রাত সাড়ে ১০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুররণ করেন।
এদিকে, বুধবার বিকেলে বাবাকে দেখতে শ্বশুরবাড়ি কালুপোল গ্রাম থেকে হাসপাতালে যাচ্ছিলেন জাহানারা বেগম (৭০)। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বাবার লাশ রাতে বাড়িতে পৌঁছনোর আগেই মেয়ে জাহানারা বেগমও না ফেরার দেশে পাড়ি জমান। দুই পরিবারে শোকের মাতম।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া। জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১৭ ঘন্টা আগে