সৎ ও সাহসী কর্মকর্তা রেহেনা পারভীনের বদলি বাতিলের দাবিতে আলমডাঙ্গায় কৃষকের প্রতিবাদ
আলমডাঙ্গা উপজেলায় কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের বদলি আদেশ বাতিলের দাবিতে স্থানীয় কৃষক ও কৃষি-সংক্রান্ত ব্যক্তিরা বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার আলিফ উদ্দিন রোড মোড়ে আলমডাঙ্গার কৃষকরা একত্রিত হয়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
তাদের হাতে ব্যানার, চোখে উদ্বেগ—এমন দৃশ্যের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়। উপস্থিত ব্যক্তিরা রেহেনা পারভীনের বদলি আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
কৃষক আব্দুল কাদের বলেন, “রেহেনা পারভীন আমাদের প্রকৃত বন্ধু। আলমডাঙ্গায় যোগদানের পর থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন, উন্নত বীজ বিতরণ ও আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ দিয়েছেন। তার বদলি আদেশ আমাদের জন্য উদ্বেগের কারণ।”
লিটন আলী বলেন, “মহোদয়া আলমডাঙ্গায় থাকাকালীন সময় আমাদের বরাদ্দকৃত সার ও বীজ সরাসরি আমাদের কাছে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি, তার বদলির পেছনে স্বার্থান্বেষী মহলের প্রভাব রয়েছে। আমরা চাই, তিনি এখানে থাকুন, আমাদের সঙ্গে কাজ চালিয়ে যান।”
নিকবার আলী বলেন, “রেহেনা পারভীন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। তার নেতৃত্বে আমাদের উপকরণ নিরাপদে বিতরণ হয়েছে, কৃষি খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। তার বদলির সিদ্ধান্ত বাতিল হওয়া উচিত।”
উল্লেখ্য, ২১ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে রেহেনা পারভীনকে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বদলি করা হয়েছে। মানববন্ধনে কৃষকরা প্রশাসনের কাছে পুনরায় আবেদন করেন, যাতে তার বদলি আদেশ বাতিল করা হয় এবং আলমডাঙ্গায় কৃষি উন্নয়নের ধারাবাহিক কাজ অব্যাহত থাকে।
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য কৃষকরা বলেন, “এই ধরনের সিদ্ধান্ত কেবল একজন কর্মকর্তা বদলের নয়, বরং আমাদের কৃষির স্থিতিশীলতাকে প্রভাবিত করে। একটি অসৎ মহলের চক্রান্তকে সফল করে। আমরা চাই, আলমডাঙ্গার কৃষক সমাজের স্বার্থ রক্ষা হোক।”
মানববন্ধনে উপস্থিত কৃষকরা আশ্বাস চান যে, প্রশাসন তাদের দাবি বিবেচনা করবে এবং রেহেনা পারভীনের বদলি আদেশ পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে।