সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু
মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মো. সাহাব উদ্দীন (৪০) মৃত্যুবরণ করেছে । নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৪ আগস্ট সৌদির জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দার সুলেমানীয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।