সিংড়ায় জোর করে জায়গা দখল ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোরের সিংড়া পৌর সদরের বালু ভরা এলাকায় জোর করে জায়গা দখল ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ রফিকুল ইসলাম ।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৫ টার দিকে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি সিংড়া পৌর সদরের বালু ভরা মৌজার ৩৮ নং খতিয়ানের ৬ নং দাগে ৭ শতাংশ জায়গা জসমত দিং এর কাছে থেকে ২০০৮ ইং সালে ক্রয় করি। ক্রয়ের পরে ২০০৮ ইং সালেই খাজনা খারিজ করি। এবং ২০০৮ ইং সাল থেকেই সেই জায়গা ভোগ দখল করি এবং গত ৫ আগস্টের পরে নিংগইন গ্রামের মুনছের আলীর দুই পুত্র মজিদুল (২৮) ও বাবু (৩৫) জোর পূর্বক জমি দখল করে এবং আমাকে পর পর দুইবার মারধর করে ও বিভিন্ন সময় ফোনে প্রাণনাশের হুমকি দেয়। এমতা অবস্থায় আমি থানায় উপস্থিত হইয়া দুজনের নাম উল্লেখ করিয়া মজিদুল ও বাবু কে আসামি করে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করি কিন্তু এই বিষয়ে পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করে না । এখন প্রশাসনের কাছে আমার দাবী সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
অভিযুক্ত মজিদুল বলেন, রফিকুল ইসলাম বিগত দিনে সিংড়া সেনা ক্যাম্প ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে এবং অভিযোগের প্রেক্ষিতে বসা হলে আমাদের দিকে রায় আসে এবং তারই প্রেক্ষিতে আমরা জায়গার দখলে যাই।