শৈলকুপায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে ইউনুচ আলী (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত দুপুরে শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের ইউনুচ আলী ও রোস্তম আলী দুই জন গড়াই নদীতে মাছ ধরতে যায়। পানির ভিতরে ডুব দিয়ে মাছ ধরা ছিল তাদের কৌশল। এসময় দুইজন একসাথে মাছ ধরার জন্য পানিতে ডুব দেই।
রোস্তম আলী মাছ ধরে পানির উপর ভেসে উঠলেও ইউনুচ আলী উঠেনি। পরে রোস্তম আলী পানির মধ্যে অনেক খুঁজা খুঁজি করে। পরে ঢুব দিয়ে পানির ভিতর থেকে ইউনুচের মৃত লাশ উদ্ধার করে রোস্তম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ