শীতের শুরুতেই আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিস চত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
সাম্প্রতিকী ডেস্কঃ শীতের শুরুতেই আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিস চত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এইচএম শামীমুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, ক্রীড়া সংগঠক মাসুদ রানা তুহিন, এটিও শাহজাহান আলী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মামুদ আলী খান, প্রভাষক রাশেদ কবীর, ভূমি কর্মকর্তা বিপ্লব হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, হাসান, শামীম, টোটন, সীমান্ত প্রমুখ।