মেহেরপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন
মেহেরপুর প্রতিনিধি। বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ নেতাকর্মীরা।
শুক্রবার রাত সাতটার দিকে জেলা আওয়ামী লীগের অফিসে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি পলাশ হোসেন, সাধারণ সম্পাদক তরুণ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, মতিরুল ইসলাম, ফিরোজ এবং জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব সহ সভাপতি রাজু আহমেদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।