মেহেরপুর জেলা তাঁতীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুর অফিস \ মেহেরপুর জেলা তাঁতীলীগের উদ্যোগে কুষ্টিয়া শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কাঁথূলী সড়কে জেলা তাঁতী লীগের অফিস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদের নেতুত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের সদস্য আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান, গাংনী উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ, ষোলটাকা ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক ফিরোজ, বুড়িপোতা ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ন আহবায়ক জিয়ারুল, কাথুলী ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক শিপন আলী, আমদাহ ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম,আমদাহ ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক খোকন আলী,জেলা তাঁতী লীগের সদস্য আতিকুর রহমান, রায়হান,ওয়ার্ড তাতীলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, আব্দুল খালেকসহ তাঁতী লীগের সকল নেতা কর্মীরা। এসময় জেলা তাঁতী লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।