মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় মেহেরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
মেহেরপুর অফিস ॥ মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় আনন্দ উল্লাসিত হয়ে আনন্দ মিছিল করেছে সরকারি কলেজ ছাত্রলীগ। রবিবার বিকেলে শহরের কমিউনিটি সেন্টার থেকে একটি আনন্দ মিছিল বের ছাত্রলীগ।
বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের কার্যালয় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, ছাত্রলীগনেতা শেখ সাদিক, অপুর্ব সাহাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি চিঠিতে মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন।