মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে আওয়ামীলীগ নেতা হামিদের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোপীনাথপুরের মানসিক প্রতিবন্ধী তানজিল হককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে একই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আয়নাল মন্ডলের মানসিক প্রতিবন্ধী ছেলে তানজিল হককে একই গ্রামের আব্দুল হামিদ ও মনি মেম্বর বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করার অভিযোগ করা হয়েছে।
এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে তানজিল হকের ছেলে তানভীর কবির পল্লব বাদী হয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।