মহেশপুরে এমপি চঞ্চলসহ পরিবারের ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মহেশপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলসহ তার পরিবারে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস শুরু হলে স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের নির্বাচনী আসনের মাঠে-ময়দানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানার চেষ্টা করেছেন। তিনি করোনাকালীন সময়ে বিরামহীনভাবে মানুষের সেবা অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার সকালে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে ভয় না করে তিনি কাজ করে গেছেন এবং এখনও তিনি মানুষের সেবা করতে চান। বর্তমানে তিনি ভালো আছেন তবে তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ