বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ কুষ্টিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন বিপ্লবী বাঘাযতিন একাডেমী।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ