বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা (জিএ) শাখার নায়েবে আমির সেলিম রেজা গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নাশকতা মামলা আছে বলে থানা পুলিশ জানিয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে হাটবোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে সেলিম রেজা (৬১) বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা (জি.এ) শাখার নায়েবে আমির। সে নাশকতা মামলার আসামী। তাকে মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় হাটবোয়ালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি এবং জামায়াতের বহু সংখ্যক নেতাকর্মি ২৫ জুলাই গভীর রাতে নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থান থেকে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মিকে গ্রেফতার করে ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে