বন্যাদুর্গত এলাকায় ১৪ সদস্যের ত্রাণ ও রেসকিউ টিম পাঠালো আলমডাঙ্গা গণত্রাণ কমিটি
বন্যাদুর্গত এলাকায় ১৪ সদস্যের ত্রাণ প্রদান ও রেসকিউ টিম পাঠালো আলমডাঙ্গা গণত্রাণ সমিতি। ২৩ আগস্ট শুক্রবার রাতে সুন্দরবন এক্সপ্রেসে এ টিম বন্যাদুর্গত এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইতোপূর্বে এ টিমের সদস্যরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিকট থেকে রেসকিউ'র প্রশিক্ষণ নিয়েছে এ টিমটি। পরবর্তীতে তাদের সাথে যোগ দেবেন আরেকটা মেডিকেল টিম।
হ্যামলেট ক্যাফের স্বত্ত্বাধিকারী মুসাফ তৌহিদের নেতৃত্বে এ ত্রাণ ও রেসকিউ টিমের অন্যান্য সদস্যরা হলেন - তারেক আহমেদ রিয়েল, শাহারিয়ার আহমেদ সাম্য, শেখ শাহরিয়ার জয়, মিলন উদ্দিন, আল নোমান, ফিরোজ, আরিফুল ইসলাম তুহিন, সাদি হাসান, পার্থিব, আল মোজাহিদ ইমু অর্ক, সানজিদ সজীব, মুহাম্মদ, তাহসিন হাসান।
যাত্রাকালে রেসকিউ টিমটির সদস্যরা সকলের নিকট দু আ চেয়েছেন।