ফ্যাসিস্ট সরকার চিনি কল গুলো বন্ধ করে দিয়েছিল- চুয়াডাঙ্গায় শিল্প উপদেষ্টা
ফ্যাসিবাদী সরকার চিনিকল গুলো বন্ধ করে দিয়েছে। চালু করার জন্য আমরা উদ্যোগ নিই। শুধু ভুর্তিকি দিয়ে সরকারি খাত থেকে টাকা এনে এটা চালানো সম্ভব নয়। আমরা চাচ্ছি ইনভেস্টার আনতে, অগ্রগতি আছে। ইনভেস্টার আনতে পারলে মিলগুলো চালু হবে ও লাভজনক করা সম্ভব হবে, চুয়াডাঙ্গা শিল্প উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী লিমিটেডের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে এই মৌসুমের সূচনা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মনিরুল ইসলাম।
এর আগে মিল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
এ মৌসুমে ৬৯ দিনে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে