প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় খাসকররা ইউনিয়নের কাজী নাজমুল হক খোকন গ্যারাকলে
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর ঘরে ফুর্তি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গ্যারাকলে কাজী নাজমুল হক খোকন। শনিবার (১৫ নভেম্বর) রাতের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে মাঝে মাঝে রাতের বেলায় প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাওয়া আসা করে খাসকররা ইউনিয়নের কাজী নাজমুল হক খোকন। বিষয়টি আঁচ করে এলাকাবসি। শনিবারে বাজার থেকে মুরগী কিনে প্রবাসীর স্ত্রীর নিকট দেয় কাজী খোকন। রাতে গোস্ত রুটি খেয়ে ফুর্তি করার জন্য সন্ধ্যার পর পরই প্রবাসীর স্ত্রীর ঘরে যায় খোকন। পূর্ব থেকে সন্দেহ করা এলাকাবাসি তাদের দুজনকে একঘরের মধ্যে আটক করে। পরে তিওরবিলা ক্যাম্প পুলিশকে খবর দিলে তাদের দু’জনকে উদ্ধার করে।
প্রবাসীর স্ত্রী জানান, তাদের মধ্যে প্রায় দুই বছর ধরে সম্পর্ক রয়েছে। তার স্বামী ইদ্রিস আলী তিন বছর আগে বিদেশে গেছেন এবং তখন থেকেই যোগাযোগ ও সম্পর্ক বজায় রয়েছে বলে তিনি দাবি করেন।
আটক কাজী নাজমুল হক খোকন আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের প্রাইমারি স্কুলপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযুক্ত নারী শেফালি খাতুন প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে