নীরব বেলগাছী ইউপি কর্তৃপক্ষ।। বৃষ্টিতে ভিজলো জাতীয় পতাকা
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির মধ্যে পতাকাটি ভিজতে দেখা যায়। স্থানীয় যুবক আব্দুর রকিব জীবন ঘটনাটি ফেসবুকে লাইভ করলে তা মুহূর্তে ভাইরাল হয় এবং এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয়সূত্র জানায়, সকাল ১০টায় পতাকা উত্তোলন করা হলেও বিকেল চারটার পর অফিস বন্ধের সময় তা নামানো হয়নি। ফলে সন্ধ্যায় বৃষ্টিতে পতাকাটি ভিজে যায়।
স্থানীরা বলেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড়ের টুকরো নয়—এটি শহীদদের রক্তে রঞ্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এর প্রতি অবহেলা মানে গোটা জাতির প্রতি অসম্মান।
অভিযোগ উঠেছে, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী ও গ্রাম পুলিশের অবহেলার কারণে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী বলেন, “আমি ট্রেনিংয়ে ছিলাম, কিছুই জানি না।”
বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২-এর ধারা ৭(৩) বিধি মোতাবেক বৃষ্টি, ঝড় বা প্রতিকূল আবহাওয়ায় জাতীয় পতাকা উত্তোলন করা নিষিদ্ধ।
এছাড়া বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৩(ক) ধারা অনুযায়ী রাষ্ট্রীয় প্রতীক বা জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণ শাস্তিযোগ্য অপরাধ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে