নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. হাবিবুর রহমান
“দেশের প্রথম রাজধানীকে জ্ঞান, উন্নয়ন ও আলোকিত জনপদ গড়ার অঙ্গীকার” নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. হাবিবুর রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ২১ নভেম্বর তিনি আলমডাঙ্গা বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। বধ্যভূমিতে গণসংযোগ শেষে নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোডাউন করে পৌর মোটরসাইকেল হাটে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে ভোট চান।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের সন্তান। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব (ঢাকা বার ইউনিট)।
গণসংযোগ শেষে পথসভায় তিনি বলেন, দেশের প্রথম রাজধানীর মর্যাদা অনুযায়ী চুয়াডাঙ্গাকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। আমরা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতায় বিশ্বাস করি। চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চুয়াডাঙ্গাকে সারাদেশে রোল মডেল জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন-আমাদের লুটপাটের টাকা নেই। আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। আপনারা চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সন্তান হিসেবে আমাকে ট্রাক প্র্রতীকে ভোট দিন। আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না, সৎভাবে রাজনীতি করতে চাই।
গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব ইবনুর রশীদ মাশুকের উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সদস্য পিয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের জেলার যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরনসহ গন, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীগণ।