নিমগ্ন পাঠাগারে Public Communication: A female-only workshop শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত
২৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবার, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে কেবল নারীদের উপস্থিতিতে, "Talk to express, not to impress" মূলমন্ত্রকে সামনে রেখে, "পাবলিক কমিউনিকেশন" বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারে উক্ত কর্মশালা চলাকালে, টেলিগ্রামের ক্লোজ ফিমেইল গ্রুপেও লাইভ টেলিকাস্ট করা হয়। ফলশ্রুতিতে, আলমডাঙ্গার স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি, দেশে-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশী নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
মিসেস ইমদাদুল হকের সভাপতিত্বে এবং শারমিন আক্তার শান্তনার সঞ্চালনায়, আসফি মেহনাজ মৌমির কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সুমাইয়া তাবাচ্ছুম; কো-অর্ডিনেটর, ইসলামিক হিস্ট্রি এ্যান্ড কালচার ইন্সটিটিউট, বাংলাদেশ।
প্রধান আলোচকের বক্তব্যে, নারীদের পাবলিক কমিউনিকেশনের উদ্দেশ্য, পদ্ধতি, ভাষা, অভিব্যাক্তি (expression), বয়ান (Narrative), অপপ্রচার (propaganda) ইত্যাদি আলোচিত হয়।
আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে, সরাসরি এবং লাইভ টেলিকাস্টে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং একইসাথে উপস্থিত নারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মশালার আলোচ্য বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে, স্বরচিত ইসলামী নাশীদ পরিবেশনা করেন- খুশবু বিনতে বাশার; শিশুতোষ ছড়া আবৃত্তি করেন- ফারজানা আহমেদ; শহীদ শরীফ ওসমান হাদি রচিত কবিতা আবৃত্তি করেন- শারমিন আক্তার শান্তনা; এবং, বাংলা ভাষাশিক্ষা নিয়ে প্রহসনমূলক কবিতা আবৃত্তি করেন- আসফি মেহনাজ মৌমি।
এরপর, আয়োজকদের পক্ষ থেকে, কর্মশালার ভলান্টিয়ারদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দকে নাশতা পরিবেশন করেন নিমগ্ন পাঠাগার ফিমেইল উইং-এর ভলান্টিয়ারগন।
পরিশেষে, পাবলিক কমিউনিকেশনের নববী পদ্ধতি, "কথা বলার আদব" বিষয়ে সুন্নাহের আলোকে বিশেষ সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মিসেস ইমদাদুল হক।
কর্মশালার আনুষ্ঠানিকতা শেষে, অনলাইন লাইভে সংযুক্ত বোনেদের বিশেষ আগ্রহে, নিমগ্ন পাঠাগারের বইয়ের সংগ্রহ ভিডিয়ো কনফারেন্সে প্রদর্শিত হয়। এবং, পরবর্তীতে অনুষ্ঠিতব্য কর্মশালা (আবৃত্তি কর্মশালা) এবং পাঠচক্র সিরিজ (আত্মপরিচয়ের সন্ধ্যানে) -এর ঘোষণা দেওয়া হয়।
বিশেষভাবে উল্লেখ্য, উক্ত কর্মশালায়, ৫ বছরের শিশু থেকে শুরু করে ৮০+ বছর বয়সী প্রায় অর্ধশত নারী সরাসরি উপস্থিত ছিলেন, যা পাঠাগার কক্ষে এক প্রাণবন্ত মিলনমেলার অবতারণা করে। আলমডাঙ্গাতে, কেবল নারীদের নিয়ে যুগোপযোগী এই কর্মশালার জন্য তারা সবাই আয়োজকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে, আরো বড় পরিসরে, নতুন আয়োজনে- উৎসাহ প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে