নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হয়। এ পর্বের অতিথি ছিলেন, কবি, কথাশিল্পী, অনুবাদক ও গবেষক খোন্দকার রোকনুজ্জামান।
কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে তাঁর কবি হওয়ার গল্প, গবেষক হওয়ার গল্প এবং ইসলামি উপন্যাসের সুদীর্ঘ পাঠের মধ্যদিয়ে ঔপন্যাসিক হওয়ার চেষ্টা । সাথে সাথে গ্রামবাংলার আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলাম প্রচারক সুফি-দরবেশ ও সাধকদের ইতিহাস অন্বেষণের লম্বা জার্নিতে কী কী অভিজ্ঞতা অর্জন করেছেন, কী পরিমাণ চড়াই-উৎরাই পার করেছেন, তার ইতিবৃত্তও।
অতিথির বক্তব্য শেষ হলে তাঁর রচিত কবিতা পাঠ করেন, তাওহিদুল ইসলাম খান, তামজীদ হাসান আবির ও সোহেল রানা। তারপর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে অতিথিকে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট শুভেচ্ছাপত্র প্রদান করা হয়।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) শহরের আনন্দধাম মহল্লায় ইলিয়াস টাওয়ারের দ্বিতীয় তলায় নিমগ্ন পাঠাগারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইমদাদুল হক, কহন কুদ্দুস, মুস্তাফিজ ফরায়েজি, নাদিউজ্জামান রিজভী, মুশফিক তরফদার, রাশেদ কিরণ, এম. কে. আরেফিন, মো: সালাহউদ্দীন, মো: বাদল রশীদ, মো: আবু বকর সিদ্দীক, লিটন মাহমুদ, মিজানুর রহমান, এস. এম. মিরাজ, ইমন, সুুজন, হুসাইন আহমেদ, শারজিল হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তাওহীদুজ্জামান ও আন নাফি প্রমুখ

উল্লেখ্য লেখক, অনুবাদক ও গবেষক খোন্দকার রোকনুজ্জামান ১৯৬৮ সালের ১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি স্বনামে ছাড়াও জামান সাদী ছদ্মনামে লেখালেখি করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মধুপূর্ণিমার চাঁদ, দুই সুলতান, খুনরাঙা প্রান্তর, নিষিদ্ধ ফলের দায়, আল কুরআন এক মহাবিস্ময়, পর্দা-অবরোধ-প্রগতি ইত্যাদি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে