নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্পে'র প্রথম পর্ব অনুষ্ঠিত
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্পে'র প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ আগস্ট ২০২৫ খ্রি. (শুক্রবার) বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল। এর মাধ্যমে সূচনা হল এক নতুন অধ্যায়। অনুষ্ঠানের এ পর্বের অতিথি ছিলেন কবি ও ইতিহাস-অন্বেষক কহন কুদ্দুস।
কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শামসুল হক সোহেল। এরপর অনুষ্ঠানের মূল অতিথি তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে তাঁর কবি হওয়ার গল্প, প্রথম কবিতার বই প্রকাশের অভিজ্ঞতা এবং নিজের বই নিজে বিক্রি করার এক দারুণ অনুভূতির বর্ণনা। সাথে সাথে ইতিহাস অন্বেষণের লম্বা জার্নিতে কী কী অভিজ্ঞতা অর্জন করেছেন, কী পরিমাণ চড়াই-উৎরাই পার করেছেন, তার ইতিবৃত্তও।
মূল অতিথির বক্তব্য শেষ হলে অতিথির রচিত কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, তাওহিদুল ইসলাম খান, রাশেদ কিরণ ও তামজিদ হাসান আবির। তারপর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে অতিথিকে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি কবি কহন কুদ্দুস তার জবাব দেন।
এরপর অনুষ্ঠান বিষয়ে অনুভূতি প্রকাশ করেন, ইমদাদুল হক, রাশেদ কিরণ, তামিম হোসেন ডালিম, মো: ইউসুফ আলী, মো: মফিজুর রহমান, হাফেজ শামছুল হক সোহেল, আরাফাত রহমান ও মাহমুদুল হাসান। সবশেষে মূল অতিথির স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো: সিদ্দিক হোসেন, আতিকুজ্জামান মেরাজ, মো: মুজাহিদ, মো: তামিম, আবু হামজা, শামীম রেজা, মো: মানিক, তাওহিদুজ্জামান, সালাউদ্দীন, আব্দুল্লাহ আল সাঈদ, মুহাম্মাদ আব্দুল্লাহ, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান মুস্তাফিজ, ইফাদ খান, তানভির আহমেদ শুভ, মেজবাউল হক মাহিম, ইসমাইল শিপন ও আন নাফি প্রমুখ।

উল্লেখ্য কবি কহন কুদ্দুস ১৯৭৬ সালের ৬ জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে 'তুমি আসবে বলে', 'কালের সাম্পান' এবং আলমডাঙ্গার কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের জীবনীগ্রন্থ 'ডাঙা' ইত্যাদি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে