নিমগ্ন পাঠাগারে পলাশি দিবসের আলোচনাসভা
আজ ২৩ জুন। ঐতিহাসিক পলাশী দিবস। বাঙালি জাতির পরাজয়ের এক বেদনাবহ দিন। আজ বাদ আসর নিমগ্ন পাঠাগারে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কবি আহমাদ কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে পলাশী যুদ্ধের ইতিহাস ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কবি তামিম হোসাইন ডালিম, কাজল আহমেদ ও নাদিউজ্জামান রিজভী।
সবশেষে আলোচনা করেন শায়খ ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, পলাশীর পরাজয়কে বাঙালি জাতির পরাজয় বলা হলেও এ পরাজয় মূলত ছিল মুসলিম জাতির। কেননা বাঙালি হিন্দু এ পরাজয়ে কিছু তো হারায়ই না। বরং শাসকগোষ্ঠীর আনুকূল্য পেয়ে রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়। আর বাঙালি মুসলমানরা শাসকগোষ্ঠীর সীমাহীন নিপীড়ন ও নিষ্পেষণে মাটিতে মিশে যায়। তারা সেই পরাজয় থেকে আজও মুক্তি পায়নি। যদিও তাদের ভূখণ্ড স্বাধীন হয়েছে, তারা লাভ করেছে রাজনৈতিক বিজয়। নানা ক্ষেত্রে তাদের পরাজিত অবস্থান এখন প্রকটভাবে দৃশ্যমান।
আলমডাঙ্গা শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমেদ, তাওহিদ খান, রোহান, সাব্বির, আবু শুয়াইব শিমুল, বেলায়েত হোসেন বিপু, মুহাম্মাদ আব্দুল্লাহ, তাইহান, ওয়াজি, সামিউল, আলনাঈম বিশাল, রহমতুল্লাহ, মাহিন, ফারহান প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে