দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলমডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলমডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর হাজী মোড়স্থ শহিদুল কাউনাইন টিলুর চাতালে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচসা সভায় উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান। জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত বিএনপি নেতা বিল্লাল হোসেন, মঈন উদ্দিন, জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, লিয়াকত হোসেন, রফি মেম্বার, আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক, কাতব আলী, নওজেস আলী, মুন্তাজ আলী, আব্দুস সালাম, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, রশিদুল ইসলাম, নাসির, সোয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিত, শরিফুল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রানা, যুবদল নেতা ময়েন, ক্যাপ্টেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সানি, গনতন্ত্র পরিষদের পৌর সভাপতি শামিম রেজা সাগর প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক ও গণতন্ত্রের সংগ্রামী নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির দীর্ঘদিনের চেয়ারপার্সন হিসেবে তিনি দলের নেতৃত্বে রেখেছেন সাফল্যের ছাপ। বক্তারা আরও বলেন, শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে