দামুড়হুদার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
১৮ (অক্টোবর ) রবিবার ভোরে সীমান্তে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত ওই বাংলাদেশি ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪/৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তে যান গরু আনতে। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে এলেও বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওমেদুল ইসলাম।
হত্যার পর নিহতের মরদেহ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়ার প্রস্তুতি চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১১ ঘন্টা আগে