তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিলি বিশ্বাসের গণসংযোগ ও লিফলেট বিতরণ
চুয়াাডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলামের কন্যা মিলিমা ইসলাম বিশ্বাস (মিলি) তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নীতিমালা ও কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন। ১ নভেম্বর শনিবার বিকালে তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে ডাউকি ইউনিয়নের হাউসপুর, বাদেমাজু, ছত্রপাড়া, অভয়নগর, মাজু, মাধবপুর ও বকসিপুর গ্রামে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

ছত্রপাড়া মোড়ের মসজিদের সামনে পথসভায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি বলেন, আমরা দীর্ঘ ১৮ বছর পর নতুন বাংলাদেশে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে যেকোনো মূল্যে ফ্যাসিস্ট সরকারকে রুখে দিতে হবে। তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ছোটখাটো বিভাজন ও স্বার্থপরতা ত্যাগ করতে হবে। দেশের স্বার্থই সবার আগে। কেউ বলছে আমরা দিল্লির তাবেদার, কেউ বলছে পাকিস্তানের তাবেদার এসব বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ সবার উপরে আমার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো।
মিলি বলেন, এই সোনার বাংলাদেশ গড়তে আমাদের ধানের শীষের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পাশে থেকে কাজ করতে হবে। দেশে যখনই শঙ্কা দেখা দিয়েছে, তখনই জিয়া পরিবার এ দেশের মানুষকে আগলে রেখেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি, জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি দেশের মাটি ও মানুষের পাশে আছেন।
তিনি আরও বলেন“আমরা যদি সত্যিই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী। তিনি আমাদের আহ্বান জানিয়েছেন ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে, যাকে ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ দিতে হবে।
লিফলেট বিতরন ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ রবিউল ইসলাম বাবলু, সাবেক সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির হাজী আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেলটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি ইনতেয়ার হোসেন ইরন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোয়ারদার, জেলা ছাত্রদলের সদস্য সাইদুর রহমান, মাসুদ রানা শুভ, জামজামী ইউনিয়ন পরিষদ মেম্বার আরিফুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল খালেক, যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, যুবদল নেতা পলাশ, মফিজুল ইসলাম, বিপ্লব, এনামুল হক, ছাত্রদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা বজলুর রহমান, হায়দার, আবু বক্কর, জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন, মোহাম্মদ ঝন্টু , আসাদুল হক, শাহিন, সৌদি কাকা, আশরাফুল, মোহাম্মদ নিজাম, মিজানুর, জাহিদ হাসান কালু, লিখন, মালেক, মোহাম্মদ বকুল, একুব্বার, কাবিল, কালাম, কালাম, ঝন্টু, মহির উদ্দিন, বিল্লাল, আমির, হায়াত আলী, আহাদ, সোহরাব, আহাদ, নাজমুল, জর্জ, সোহরাব আলি, মহিদুল, শফি, রাজ্জাক, শহীদ, ইবলু, রুহুল, জানারুল, টগর, ইমন, আনোয়ার, হারদি ইউনিয়ন বিএনপির রফিক মেম্বার, আব্দুল ওহাব, রাজু খান, তপন আলী,, মিজানুর রহমান, শামসুল হক প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে