ঝিনাইদহের হাটগোপালপুরে ফেনসিডিলসহ নারি মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে ধরা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুর ইসলাম জানতে পারেন একজন নারি মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে যাচ্ছে। সেসময় তিনি ডিবি পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযানে পাঠান।
ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পূর্বাশা ও রয়েল কাউন্টারের সামনে থেকে পারভিনা খাতুন (২২) নামে এক নারিকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকুত পারভীনা খাতুন মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের শাহজান হোসেনের মেয়ে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ