জীবননগরে ইমেজ হারাতে চলেছে জাপা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জাতীয় পার্টির (জাপা) কোনো নেতৃত্বই দলকে চাঙা করতে পারেনি। ফলে কর্মী-সমর্থকদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। এরইমধ্যে অধিকাংশ নেতাকর্মী জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় না থাকলেও কমিটি গোছানোর চেষ্টা চালাচ্ছেন উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি মুজিবুর রহমান। দলকে চাঙা করতে নানা কর্মসূচি নিয়ে কার্যক্রম চালালেও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছেন।
এ উপজেলায় অনেক ইউপিতে দলটির কোনো কমিটি নেই। সাংগঠনিক কোনো কার্যক্রমও নেই। এতে দিন দিন ইমেজ হারাচ্ছে জাতীয় পার্টি। তবে তৃণমূল কর্মী-সমর্থকদের সংগঠিত করতে পারলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে বলে দাবি অধিকাংশ নেতাদের।
জাতীয় পার্টি ছেড়ে যাওয়া নেতা মতিয়ার রহমান বলেন, বছরে একবারও কর্মীদের খোঁজখবর নেন না উপজেলার নেতারা। জাতীয় পার্টিকে গতিশীল করতে হলে দায়িত্বশীল নেতাদের ভালো ভূমিকা রাখতে হবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান বলেন, প্রায় নেতাকর্মী শূন্য অবস্থায় উপজেলা জাতীয় পার্টির হাল ধরেছি। দলটির ইমেজ ফেরাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে এ কাজে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় কর্মীদের সহযোগিতা প্রয়োজন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে