জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুসলিম বেকারিকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আনন্দধাম মুসলিম বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার ২৪ জুন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম সড়কে মুসলিম বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট কেক, পাউরুটি তৈরি ও বাজার জাত করছে। কেক ও পাউরুটিতে ক্ষতিকর অ্যামোনিয়া মেশানো হচ্ছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ সত্যতা পান তিনি।
পরে মুসলিম বেকারির মালিক আবুল কাসেম বাবুলকে ১২ টাকা জরিমানা করেন। এসময় তিনি বেকারি মালিককে নির্দেশ দেন আগামী দুই দিনে মধ্যে বেকারি পরিস্কার করবেন। স্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি তৈরি করে বাজারজাত করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১২ ঘন্টা আগে