জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি: নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল বিল্ডিং'র ছাদ থেকে বজ্রপাত নিরোধক একটি মূল্যবান যন্ত্র চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। প্রায় এক লাখ ৬০ হাজার টাকার এই সরঞ্জাম চুরি যাওয়ার পরও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় স্কুল কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় ছাদে স্থাপন করা হয় একটি উন্নতমানের বজ্রপাত নিরোধক যন্ত্র। যন্ত্রটি প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করত বলে দাবি করেন স্থানীয়রা। তবে সম্প্রতি সেটি নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য দেখা দেয়।
নিয়ম অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা সম্পদ চুরি হলে সঙ্গে সঙ্গে থানায় জিডি করা বাধ্যতামূলক হলেও এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক ও অভিভাবক।
এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, "নৈশপ্রহরী দায়িত্বে থাকার পরও কীভাবে এমন মূল্যবান যন্ত্র চুরি যায়? তার ভূমিকাই সন্দেহজনক। আবার এতদিন পার হয়ে গেলেও থানায় কোনো জিডি হয়নি—এতে প্রধান শিক্ষকের ভুমিকাকেও রহস্যজনক বলে মন্তব্য করছেন অনেকে।"
বিদ্যালয়ের দায়িত্বে থাকা দপ্তরি কাম নৈশপ্রহরী রিয়াজুল ইসলাম বলেন, "আমি জানতাম না, কোনো বজ্রপাত নিরোধক যন্ত্র ছিল। এখন শুনছি, যন্ত্রটি বহু আগেই চুরি গেছে। তবে ছাদের চাবি আমার কাছে থাকে না, সেটা প্রধান শিক্ষকের কাছে থাকে।"
বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, “আমরা অনেক আগেই জানতে পারি যন্ত্রটি চুরি হয়েছে। প্রধান শিক্ষককে বিষয়টি থানায় জানাতে বললেও তিনি কর্ণপাত করেননি।”
বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, “বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি অবশ্যই দুঃখজনক। এমন একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি যাওয়ার পরও বিষয়টি গোপন রাখার কোনো যৌক্তিকতা নেই। এটা আমাকে জানানো উচিত ছিল।”
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে চুরি হওয়া যন্ত্র উদ্ধারে ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হোক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে