চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে