চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দর বন্ধ থাকবে ৩দিন
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে ৩ দিন চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর সাধারণ ছুটির আওতায় থাকছে।
এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে শুক্র শনি ও রবিবার ৩ দিন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কোন পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না।
তিনি বলেন, ‘এ সময় দর্শনা বন্দর এলাকায় বানিজ্যিক ব্যাংকগুলোতেও সাধারণ ছুটি থাকবে, এ জন্য আমদানিকারকরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। তবে আমদানি করা মালামাল দর্শনা বন্দরে বা দেশের অন্যান্য স্থানে পৌঁছে দিয়ে ভারতীয় খালি ওয়াগন (এমটি বগি) যে কোন সময় দর্শনা বন্দর দিয়ে ফিরে যেতে পারবে।’
ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে যথারীতি আমদানী কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে