চুয়াডাঙ্গায় বিলুপ্তপ্রায় ৩টি তক্ষকসহ পাচারকারী গ্রেফতার
চুয়াডাঙ্গা থেকে র্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর) এক অভিযানে ৬৭ বছর বয়সী আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার দখল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিলুপ্তপ্রায় তক্ষক যাদের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে।
এই অভিযান চালানো হয়েছিল ১৯ নভেম্বর, রাত প্রায় ৮টায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে।
র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান বলেন, তারা একটি গোপন তথ্য পেয়ে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আজিজ দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণী, বিশেষ করে তক্ষক কেনাবেচায় জড়িত ছিল, র্যাব এর ভাষ্য অনুযায়ী। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে