চলমান তীব্র তাপদাহে মানুষের পাশে দাঁড়ালেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস
পক্ষকালব্যাপী একটানা চলমান অগ্নিবাণে ওষ্ঠাগতপ্রাণ মানুষের পাশে দাঁড়ালেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। রবিবার ( ২৮ এপ্রিল) তিনি আলমডাঙ্গা শহরের দরিদ্র তৃষ্ণার্ত ভ্যানচালক ও বয়স্ক ব্যক্তিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, ছাতা ও জুস বিতরণ করেন।
কাঠফাটা রোদে রোডে অবস্থান করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ মানবিক কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস উপজেলা থেকে বের হয়ে ষ্টেশন এলাকা, লাল ব্রিজ এলাকা, কালিদাসপুর মোড় সাদা ব্রিজ এলাকায়সহ বিভিন্ন রাস্তায় চলন্ত পাখিভ্যান চালক ও পথচারীদের মাঝে ঘুরে ঘুরে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, ছাতা ও জুস বিতরণ করেন।
এসময় পাখি ভ্যান চালক ও পথচারীদের উদ্দ্যেশে বলেন, আপনারা বেশি বেশি পানি ও খাবার স্যালাইন পান করবেন। প্রয়োজন সারা শিশু ও বয়স্ক ব্যক্তিরা রাস্তায় বের হবেন না।
বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, ছাতা ও জুস বিতরণকালে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১৪ ঘন্টা আগে