গ্রাহকদের মাঝে আড়াই হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক আলমডাঙ্গা
ইসলামী ব্যাংক বাংলাদেশ আলমডাঙ্গা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। গ্রাহকদের মাঝে ২৫'শ ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করে।" বৃক্ষ দিয়ে সাজাই দেশ।। সমৃদ্ধ করি বাংলাদেশ।" ও " আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ।। আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামি ব্যাংক" প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।
সিনিয়র প্রিন্সিপল অফিসার ও ম্যানেজার অপারেশন মো: সামছুল আলম সভাপতিত্বে ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: তকিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বৃক্ষ মানুষের নিরব বন্ধু। অস্তিত্বের নিয়ামক। শুধুমাত্র বৃক্ষই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলেছে। তাই বৃক্ষ প্রাণের স্পন্দন।তাছাড়া, আলমডাঙ্গা -চুয়াডাঙ্গার আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। এই দুরাবস্থা থেকে মুক্তি পেতে হলে অধিক হারে বৃক্ষ রোপণ করা প্রয়োজন।
সিনিয়র ইউনিট অফিসার মো: ফারুক হোসাইনের সঞ্চালনায় ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ২৫ শ ফলজ গাছের চারা গ্রাহকদের বাড়িতে পৌছে দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১০ ঘন্টা আগে