কুমার নদের তীরে প্রতিমা বিসর্জনে ভক্ত-দর্শনার্থীর উপচেপড়া ভিড়
শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের বাংলাদেশী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কাশফুলে ভরা শরতের মাঠের আবহে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হলো বিজয়া দশমীতে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পর আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর গ্রামের প্রতিমা কুমার নদের বুকে বিসর্জন দেওয়া হয়। এছাড়াও উপজেলার অন্যান্য প্রতিমাগুলো বিভিন্ন জায়গায় বিসর্জন দেওয়া হয়েছে।
বরাবরের মতো এবারও কুমার নদের তীরে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। শঙ্খ, ঢাকঢোল, কাঁসা, জুরিসহ নানা বাদ্যবাজনায় মুখরিত হয়ে ওঠে নদীর তীর। প্রতিমা বিসর্জনকে ঘিরে কুমার নদের ঘাট পরিণত হয় মিলনমেলায়, যেখানে সব ধর্মের মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার অস্তরাগে নদের নিস্তরঙ্গ জলে প্রতিমা বিসর্জনের দৃশ্য ভক্তদের হৃদয়ে বেদনার ছায়া ফেলে।
এর আগে সকাল থেকেই দেবী বিদায়ের সুর বাজতে শুরু করে মণ্ডপগুলোতে। দশমীবিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন, অঞ্জলি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়। দুপুরে মা-বোনেরা অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। নবমী বিহিত পূজা, মহাপ্রসাদ বিতরণ, আরতি, আলোচনা সভা এবং সীমিত আকারের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এবারের আয়োজনে।
উৎসবের পুরো সময় জুড়ে পূজা মণ্ডপগুলো ছিল ঢাকঢোল, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি, ধূপের ধোঁয়া আর ভক্তিমন্ত্রে মুখরিত। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মণ্ডপ পরিদর্শনে অংশ নেন।
সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সূর্যাস্তের পরপরই প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণ করে দেয়। দেবী বিদায়ের সঙ্গে সঙ্গে ভক্তদের হৃদয়ে নেমে আসে বিষাদের ছায়া।
আলমডাঙ্গা কুমার নদের পাড়া দূর্গাপূজা বিসর্জনস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার আল মামুন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াসসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস টিম উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে